বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে রয়েছে জার্মানি।
সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার তিনশ ৪৫ জন এবং মারা গেছে ৭৬ হাজার চারশ ৮০ জন।
দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন চান চিকিৎসকরা।
জার্মানির নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকরা বলছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং রোগীর চাপ কমাতে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপ করা দরকার।
সে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই লাখ ১৫ হাজার ৭৭ জন এবং গুরুতর অবস্থায় রয়েছে তিন হাজার দু’শ ৯ জন।
গুরুতর রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা৷