যে কারণে নিজেকে অপ্রত্যাশিত সন্তান বললেন কঙ্গনা রানাওয়াত

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা বরাবরই বিস্ফোরক সব মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত হয়ে আসছেন।
এবার টুইটারে নিজেকে অপ্রত্যাশিত সন্তান হিসেবে উল্লেখ করে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

কঙ্গনা বলেছেন, আমি বাবা-মায়ের অপ্রত্যাশিত সন্তান ছিলাম।
তারপরেও এখন সেরা ও প্রথিতযশা পরিচালকদের সঙ্গে কাজ করছি।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এক টুইটের জবাবে এমনই এক বিতর্কিত মন্তব্য করেন সদ্য জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

টুইটে কঙ্গনার অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে অভিবাদন জানান পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
একটার পর একটা ভালো ছবি বলিউডকে উপহার দেওয়ার জন্য কঙ্গনার অবশ্যই পুরস্কৃত হওয়া উচিত বলে টুইট করেন তিনি।
এই পরিচালক লেখেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও থালাইভি থেকে তেজস, দুটি ভিন্ন ধারার ছবিতে শুটিং করেছেন কঙ্গনা।
তরুণ অভিনেতাদের কাছে কঙ্গনা অনুপ্রেরণা হওয়া উচিত।‘

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.