বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রশংসা করছে, তখন একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে আবার অন্ধকারে ঠেলে দেয়ার জন্য বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার সকালে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালিদ মাহমুদ বলেন, একাত্তরে আমরা দেখেছি এ অপশক্তি কীভাবে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর তারা ভেবেছিল এই বাংলাদেশ আর মানবিকতার পথে হাঁটবে না।
কিন্তু তাদের সেই চিন্তা-কর্ম ভুল প্রমাণিত হয়েছে।
আজকের বাংলাদেশ মানবিকতা, উন্নয়ন-অগ্রগতিতে সমগ্র পৃথিবীকে নাড়া দিয়েছে।