করোনাভাইরাসে মৃত্যু ২৮ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন।
এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ তিন হাজার ৯৯১ জন।
সুস্থ হয়েছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন মারা গেছেন।
এছাড়া করোনা শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮১০ জন।
আর সুস্থ হয়েছেন দুই কোটি ৩৫ লাখ নয় হাজার ২২০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.