লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, রাজনৈতিক ও মারাত্মক অর্থসংকটে মধ্যে থাকা লেবানন বিপদের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি।
তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন করা না হয় তাহলে সরকার ছাড়া লেবানন টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে।
সোমবার নাবিহ বেরি জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন।
এ সময় নাবিহ বেরি বলেন, “আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন না করলে দেশ বড় বিপদের মুখে পড়বে।
সামগ্রিকভাবে দেশ এখন টাইটানিক জাহাজের মতো অবস্থায় আছে।
আমাদের এখনই জেগে ওঠার সময় কারণ শেষ পর্যায়ে যদি জাহাজ ডুবে যায় তাহলে কেউ বাঁচতে পারবে না।”