পশ্চিমবঙ্গে মনোনয়ন পেলেন জয়া আহসান

বলিউডের পর এবার বসতে যাচ্ছে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর।
বুধবার দেওয়া হবে এবারের পুরস্কার।

সোমবার প্রকাশ করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের নাম। মূলত ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বাছাই করে এ পুরস্কার দেওয়া হবে।

প্রকাশিত মনোনয়নে দেখা যায়, এবারও ওপার বাংলায় (পশ্চিমবঙ্গে) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার একসঙ্গে দুইটি মনোনয়ন পেয়েছেন তিনি।
‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে জয়া আহসানকে।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.