কয়েকদিন পর থেকেই বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান।
গত বছরের ন্যায় এবারও মহামারি করোনার সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদত-বন্দেগি করতে হবে।
সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
হঠাৎ করেই বাড়তে থাকা করোনার সংক্রমণ রোধে সেখানে বেশকিছু নির্দেশনার কথা বলা হয়েছে।
তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন।
অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে।
পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারলেও নারীদের জন্য মসজিদ বন্ধ থাকবে। নামাজের সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।