করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে করোনা সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে।
গতকালই দেখলাম স্বাস্থ্য বিভাগ একটা ১৮ দফা নির্দেশনা জারি করেছে কিন্তু এটা বাস্তবায়নের জন্য সরকারের যে উদ্যোগ সেটা কখনোই লক্ষ্য করা যায়নি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশে সবসময় একটা মিথ্যা প্রচারণা করা হচ্ছে যে, এখানে খুব চমৎকারভাবে সরকার করোনা সমস্যাটাকে সমাধান করছে, তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। কিন্তু ইট ইজ এ লায়িং। যেটা একেবারেই মিথ্যা কথা।’