কোয়ারেন্টিন থেকে পালানো দুই যুক্তরাজ্য ফেরত প্রবাসীকে জেল

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে।
একইসঙ্গে তাদেরকে গুনতে হয়েছে জরিমানাও।
মঙ্গলবার রাতে তাদেরকে জেলে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত প্রবাসীরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আবদুল রউফের ছেলে আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)।
তারা দু’জনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন।
কোয়ারেন্টিনে থাকাবস্থায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
কিন্তু রিপোর্ট আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.