করোনার সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে লঞ্চ।
ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে কাল।
সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৩১ মার্চ) ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জা
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে হলে অবশ্যই ভাড়া বাড়াতে হবে। বুধবারের মধ্যে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করা হবে।
কাল থেকে বাড়ানো হবে লঞ্চের ভাড়া। ভাড়া বাড়ানোর পাশাপাশি, পরিবহন সংখ্যাও বাড়ানো হবে।’