দুই সপ্তাহ বন্ধ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র

করোনাভাইরাস সংক্রমন রোধে ফের দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে আরও বেশ কিছু নির্দেশনা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালীন এই সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সারা দেশের মতো রাঙামাটিতেও করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।
তাই রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
এ সময় কোনও পর্যটককে রাঙামাটি না আসার জন্য অনুরোধ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.