রাতের ট্রেনে ফোন চার্জে লাগিয়ে ঘুমানো যাবে না।
যাত্রীদের জন্য শিগগিরই এমন নির্দেশনা জারি করতে চলেছে ভারতীয় রেলওয়েজ।
নতুন নিয়মে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভারতে ট্রেনের কামরায় প্লাগ পয়েন্ট ব্যবহার করা যাবে না।
কিন্তু হঠাৎ এমন নিয়ম কেন?
সম্প্রতি ভারতে দূরপাল্লার ট্রেনে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে।
বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফোনে চার্জ দেয়ার সময় শর্টসার্কিট হওয়ার সম্ভাবনাও কম নয়।
অন্তত এমনটাই মত ভারতীয় রেল কর্মকর্তাদের।
দিনের বেলায় এমন হলে সঙ্গে সঙ্গেই সাবধান হতে পারেন যাত্রী বা রেলকর্মীরা।
কিন্তু রাতে ফোন চার্জে লাগিয়ে যাত্রীরা ঘুমিয়ে পড়লে বিপদ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
এ বিষয়টি মাথায় রেখেই নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতের রেল বিভাগ।