ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে আজ।
এদিনও এই রাজ্যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সেই উপলক্ষে আজ দুপুরেই পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি।
তার আগে, রাজ্যের বাসিন্দাদের রেকর্ড সংখ্যক ভোট দেয়ার আর্জি জানালেন মোদী।
বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করে মোদি লেখেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।’
আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা- এই চার জেলার ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।