কারাগারে অনশন শুরু করেছেন অ্যালেক্সেই নাভালনি

রাশিয়ায় পুতিনবিরোধী রাজনৈতিক নেতা অ্যালেক্সেই নাভালনি কারাবন্দি অবস্থায় অনশন শুরু করেছেন।
পিঠে ও দুই পায়ে তীব্র ব্যথা অনুভব করার পরেও তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না এমন অভিযোগে তিনি প্রতিবাদ জানাতে অনশনে গিয়েছেন।

নাভালনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তার একটি বিবৃতি পোস্ট করা হয়েছে যেখানে তিনি অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ তাকে সঠিক ওষুধ দিচ্ছে না এবং কারাগারের বাইরে চিকিৎসককে তাকে দেখতে দেয়া হচ্ছে না।

তিনি লিখেছেন, ‘আমি কী করতে পারি।
একজন আমন্ত্রিত ডাক্তারের দ্বারা আমাকে দেখার অনুমতি দেওয়ার দাবিতে আমি অনশন ঘোষণা করেছি।
তাই আমি এখানে শুয়ে আছি, ক্ষুধার্ত, তবে এখনো দুই পা আছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.