সৌদিতে আবারও দুটি বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গত বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় খামসি মুশাইত শহর লক্ষ্য করে এই হামলার চেষ্টা চালানো হয়।
তবে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া হামলাচেষ্টার সত্যতা নিশ্চিত করে এক টুইটে জানিয়েছেন, সৌদি শহরটির বাদশা খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন দুটি উৎক্ষেপণ করা হয়েছিল।
সৌদি জোট ইয়েমেনে যে সামরিক ‘আগ্রাসন’ চালাচ্ছে তার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।