মুম্বাইয়ে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, লকডাউনের চিন্তা

ভারতের মুম্বাইয়ে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৬৪৬ জন।
যা মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ শনাক্ত। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজ্যে শনাক্তের রেকর্ডের দিনে মৃত্যু হয়েছে ১৮ জনের। দেশটির স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে।

শনাক্ত বাড়তে থাকায় মুম্বাইয়ে লকডাউন জারি করা হবে কি-না সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মেয়র কিশোরী পেডনেকর।
দেশটির গণমাধ্যমকে তিনি ইঙ্গিত দিয়ে জানান, মুম্বাইয়ে শিগগিরই লকডাউন চালু করা হতে পারে।
শুক্রবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৪ জনে।
নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৪৬ জন।
এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা বেড়ে চার লাখ ২৩ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.