ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের দুই সঙ্গী করোনায় আক্রান্ত

সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের বাংলাদেশ সফরকালে তার সঙ্গে আসা রয়্যাল অ্যাকাডেমি অব পারফর্মিং আর্টসের (আরএপিএ) দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।
তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভুটানের জাতীয় দৈনিক কুয়েনসেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য আরএপিএর ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছিল।
তারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাংস্কৃতিক দল হিসেবে আসে।
তাদের মধ্য থেকে দুজন করোনা পজিটিভ হয়েছেন।
তারা এখন করোনা থেকে সেরে ওঠার পথে রয়েছেন।
এই দুজনের একজন সঙ্গীতশিল্পী আরেকজন নৃত্যশিল্পী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.