লাক্স তারকা মিম মানতাসা। ১২ মার্চ রাতে রাজধানীর একটি হোটেলে আকদ সম্পন্ন হয়েছে তার।
অনেকটা গোপনেই বিয়ের আয়োজন সেরেছেন এ অভিনেত্রী।
বিয়ের পর লাপাত্তা ছিলেন এ অভিনেত্রী।
নাট্য নির্মাতা, সহকর্মী থেকে সংবাদকর্মীদের অনেকেই খুঁজেছেন তাকে।
এবার পাওয়া গেল অভিনেত্রী মিম মানতাসাকে।
শনিবার মোবাইল ফোনে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এখন নিজ বাসাতেই আছেন। কাজ করছেন ঈদের কয়েকটি নাটকে।
লাপাত্তা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না।
কেন হারিয়ে যাব? একদমই হারিয়ে যাইনি। ফোন আমি কিছুদিন এড়িয়ে চলেছি কারণ আমি চাইনি বিয়ের বিষয়টি এখনই ভাইরাল হোক।
আমাদের বিয়ের অনুষ্ঠান এখনো হয়নি, তাই সবাইকে জানাতে পারিনি।
শিগগিরই অনুষ্ঠান করব, তখন সবাইকে দাওয়াত দেব।