হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ করার পর সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে গেছেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যান নেতাকর্মীরা।
এ সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, আমাদের বিয়ে হয়েছে দুই বছর আগে।
আমি সোনারগাঁয়ে ঘুরতে এসেছিলাম।
ঘোরার মাঝে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটি বুক করা ছিল।
আমি যেখানে যাই সেখানেই মানুষ ভিড় করে তাই আলেম-ওলামাদের অবহিত করে এখানে আসিনি।
আর যেহেতু এটি আমার পারিবারিক ভ্রমণ তাই সেভাবে কাউকে জানানো হয়নি। কারণ এমন অবস্থাও এখন দেশে হয় আমার জানা ছিল না যে স্ত্রী নিয়ে ঘোরা যাবে না।