করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের কবলে ইরান

করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের কবলে পড়েছে ইরান। গত মাসে ইরানী নববর্ষ ‘নওরোজ’ এর ছুটিতে লাখ লাখ মানুষ ভ্রমণ করার পর নতুন করে সংক্রমণ বেড়ে গেছে দেশটিতে।

ইরানের ৩২টি প্রদেশের মধ্যে দুটি প্রদেশে সংক্রমণের চতুর্থ ঢেউ চলছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এগুলো হল তেহরানের কাছাকাছি আলবোর্জ ও পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ।
এছাড়া রাজধানী তেহরানসহ ৭টি প্রদেশেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

শনিবার ইরানের জাতীয় করোনারোধী টাস্ক ফোর্সের এক অধিবেশনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘আমরা যদি প্রয়োজনীয় বিবেচনা না করে থাকি তাহলে অন্যান্য প্রদেশেও এই ঢেউয়ের মুখোমুখি হতে পারি।
সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.