রাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যু ১ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭৮১ জন।
এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৫৮ হাজার ৭১০ জন।
এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৫৭ লাখ ২২ হাজার ১১২ জন।

এদিকে রাশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে।
রোববার (৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন মারা গেছেন।
এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জনের।
আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৬৩২ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.