যশোরের অভয়নগর উপজেলায় পাওনা ২৫ টাকা না দেয়ায় শুকুর আলী(৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ায় টিটু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে।
নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে ধোপাদি গ্রামের দপ্তরী পাড়ার টিটু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ২৫ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ইদু ফকিরের ছেলে টিটু ফকির আমার ভাই শুকুরের মাথায় রেঞ্জ দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রপ্রসুন মুখার্জী জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুরকে হাসপাতালে আনা হয়েছিল।