মিশরের রাস্তায় হাজার হাজার বছর আগের ২২ শাসক

আবারও রাস্তায় নেমে এলেন হাজার হাজার বছর আগের প্রাচীন মিশরীয় ২২ শাসক।
তবে, রক্ত মাংসে নয়, মমি হয়ে।
আর তাদেরকে অভিবাদন ও শ্রদ্ধা জানাতে শনিবার রাতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন হাজারও মানুষ।
মমিগুলোকে নতুন এক জাদুঘরে স্থানান্তর উপলক্ষে এদিন আয়োজন করা হয় জাকজমকপূর্ণ এক শোভাযাত্রার।
এর এতে খরচ করা হয় কয়েক কোটি ডলার।
পুরো আয়োজনটিতে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।

চোখ ধাধানো আর জাকজমকপূর্ণ এই শোভাযাত্রা কোন বিশেষ দিবস উপলক্ষে নয়, পুরো আয়োজনটি প্রাচীন মিসরীয় ২২ শাসককে শ্রদ্ধা আর অভিবাদন জানাতে।

কায়রোর মিসরীয় জাদুঘর থেকে পাঁচ কিলোমিটার দূরে মিসরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন একটি জাদুঘরে মমিগুলো স্থানান্তর উপলক্ষে এদিনে আয়োজন করা হয় ব্যয়বহুল এই শোভাযাত্রার।
মমিগুলোর মধ্যে প্রাচীন মিশরীয় ১৮ রাজা ও ৪ রানি রয়েছেন বলে জানা গেছে।

এদের মধ্যে রাজা দ্বিতীয় রামসেসের মমিও রয়েছে।
আয়োজকরা জানান, দ্বিতীয় রামসেসের মমি নিয়েই জনসাধারণের মধ্যে আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
কেননা দীর্ঘ প্রায় ৬৭ বছর শাসন করেছিলেন এই রাজা।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.