‘জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে হেফাজত’

গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে মধ্যযুগীয় তাণ্ডব সৃষ্টিকারীর হুকুমদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতারা।

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, গত ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের ব্যানারে জামায়াত-শিবির এবং কওমি অঙ্গনের কিছু উগ্রপন্থী তথাকথিত ওলামাদের নেতৃত্বে দেশের বিভিন্ন অ লে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়।
এতে থানা, প্রেসক্লাব, ভূমি অফিস, ওস্তাদ আলাউদ্দিনের স্মৃতি ভাঙচুর, রেলস্টেশন, বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একই সঙ্গে নানা উস্কানি দিয়ে মানুষ হত্যা করা হয়।
তিনি বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলোতে কখনো উগ্র মতাবলম্বী ছিল না। বর্তমানে হেফাজতে ইসলামের নেতারা জামায়াতে ইসলামীর এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন।
গ্রামে গ্রামে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের সরকারি আয়োজন বানচাল করে দেওয়া ছিল এ উগ্রবাদীদের আসল উদ্দেশ্যে।
তাদের লক্ষ্য দেশে নৈরাজ্যের সৃষ্টি করে বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.