এমপি আসলামুল হক আর নেই

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন।
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

রোববার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আসলামুল হক ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আসলামুল হকের পৈতৃক বাড়ি ঢাকা জেলার মিরপুর এলাকায়।
তার পিতার নাম হাজী মো. এনামুল হক মুন্সী এবং মায়ের নাম ফিরোজা হক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.