মাওবাদীদের হামলায় ভারতে নিরাপত্তাবাহিনীর ২২ সদস্য নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত ২২ সিআরপিএফ সদস্যের মৃত্যু হয়েছে।

ভারতীয় বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানায়।

শনিবার (০৩ এপ্রিল) রাজ্যের বিজাপুর জেলায় একটি নিরাপত্তা চৌকির কাছে এ হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে, এসময় তাদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে, ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এসময়, পাল্টা গুলিতে অস্ত্রধারী এক নারীও নিহত হন বলে জানা গেছে।

এই অভিযানে মাওবাদীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও জানায় গণমাধ্যম। এদিকে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার স্বার্থে এদেরকে হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.