বিজয়ীর মুকুট পরে পুরোনো বিতর্কে তানজিয়া জামান মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হয়েছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
রোববার রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন তিনি।

এ প্রতিযোগিতার অডিশন পর্বে বিতর্কে জড়িয়েছিলেন মিথিলা।
আলোচিত মডেল-অভিনেত্রী শান্তা পাল অভিযোগ করেছিলেন—‘অডিশন না দিয়েই মিস ইউনিভর্সে যুক্ত হয়েছেন মিথিলা।’
বিজয়ের মুকুট পরার পরই পুরোনো সেই বিতর্কের মুখে পড়েন তিনি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সদ‌্য নির্বাচিত মিস ইউনিভার্স।

তানজিয়া জামান মিথিলা বলেন—‘আমি যদি অডিশনে নাই আসতাম, তবে অডিশনের যে ভিডিও সেখানে আমাকে দেখা যেত না।
একজন মডেল হয়ে আরেকজন মডেলকে নিয়ে এ ধরণের কথা বলা একদমই ঠিক না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.