জর্ডানের সাবেক যুবরাজ প্রিন্স হামজা বিন হুসাইনকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
যুবরাজ প্রিন্স হামজা বিন হুসাইন শনিবার (০৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় নিজেই এ অভিযোগটি করেছেন।
বিবিসিতে প্রচারিত ওই ভিডিও বার্তায় প্রিন্স হামজা তার ভাই কিং আবদুল্লাহসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছেন। দেশটিতে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর হামজা এই দাবি করলেন।
বিষয়টি শুরুতে এড়িয়ে গেলেও এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয় এমন কাজ বন্ধ করতে বলা হয়েছে তাকে। যদিও দেশবিরোধী কোনো কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন হামজা।