দুঃখজনক এক মাইলস্টোনে পৌঁছেছে ভারতের করোনা পরিস্থিতি।
দেশটিতে গেল কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আর রবিবার প্রথমবারের মতো দিনে ১ লাখ সংক্রমণও দেখল ভারত।
এর আগে একমাত্র যুক্তরাষ্ট্র একদিনে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগীর সাক্ষি হয়েছে।
রবিবার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা রোগী। রবিবার শনাক্তদের মধ্যে ৫৭ হাজার ৭৪ জনই মহারাষ্ট্রের।
করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে ৯৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এরপর রবিবারই সর্বোচ্চ আক্রান্ত হলেন।