‘ইলিশের উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি বলেন, ইলিশ মাছ বেড়ে উঠতে কোনভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার সরকার তার সব কিছুই করবে।

শ ম রেজাউল আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘ইলিশের উৎপাদন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।
আশা করছি ভবিষ্যতে এটা আরও ব্যাপক আকার ধারণ করবে।
ইলিশ উৎপাদনকারী দেশসমূহের মধ্যে আমরা প্রথম স্থান অর্জন করেছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.