মামুনুল হক কাণ্ডে হামলা-ভাঙচুর: এক হাজার ৬৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সোনারগাঁও রয়েল রিসোর্ট থেকে নারীসহ মামুনুল হক অবরুদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মামুনুল হকের সমর্থকদের বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক হাজার ৬৬ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ ও পুলিশ এসর্ডসহ বিভিন্ন ধারায় কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মোল্লা বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলাটি দায়ের করেন।

অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের (কোয়ার্টারের) নিরাপত্তাকর্মী মো. জিয়াউল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে ওই দিনদুপুরে অপর একটি মামলা দায়ের করেন।
ওইদিন মামলার এজাহারনামীয় ৫ জনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.