ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে।
সোমবার জেরুজালেমের একটি আদালতে উপস্থিত হন নেতানিয়াহু।
সেখানে শুনানিতে প্রথম দফায় সাক্ষ্য গ্রহণ করা হবে।
৭১ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে জেরুসালেম ডিস্ট্রিক্ট কোর্টে কঠোর নিরাপত্তায় তিন বিচারকের সমন্বয়ে গঠিত এক প্যানেলের কাছে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন নেতানিয়াহু।
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে কড়াকড়ি ও বিধি-নিষেধ এবং গত মাসের সাধারণ নির্বাচনের কারণে তার শুনানির তারিখ কয়েক দফা পিছিয়ে গেছে।