দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ মহামারি করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়।
শনাক্তের ১০ দিন পর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।
গত বছরের ১৮ মার্চ থেকে আজ সোমবার (৫ এপ্রিল) পর্যন্ত মোট ৯ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে পুরুষ সাত হাজার চারজন (৭৫ দশমিক ১৭ শতাংশ) ও নারী দুই হাজার ৩১৪ জন (২৪ দশমিক ৮৩ শতাংশ)।
করোনায় মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৯৭ শতাংশের বয়স ৩০ বছরের বেশি।
বাকি মাত্র ৩ শতাংশের কিছু বেশি মৃত্যু হয়েছে শূন্য থেকে ৩০ বছর বয়সীদের।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।