২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকার পথ পাকাপোক্ত করলেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার বাসনা ভ্লাদিমির পুতিনের।
সেই স্বপ্ন পূরণে সম্প্রতি একটি আইনে স্বাক্ষর করেছেন তিনি।
এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। খবর রয়টার্সের।

সোমবার ওই আইনে স্বাক্ষর করা হয়েছে বলে রুশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের মেয়াদ শেষ হবে।
তার আগেই ওই আইন চূড়ান্ত হলো।

দেশটিতে একজন প্রেসিডেন্ট ৬ বছর ক্ষমতায় থাকতে পারেন। এই নতুন আইনের মাধ্যমে পুতিন আরও দুই মেয়াদ অর্থাৎ আরও ১২ বছর ক্ষমতা ধরে রাখতে পারবেন।
আইনপ্রণেতারা এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.