ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়ে সমালোচনায় মুখোর বিরোধীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় পা ভাঙার ঘটনা নিয়ে নাটক করছেন বলে এবার অভিযোগ করেছেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকি।
সোমবার বিকেলে হুগলির চাঁপদানিতে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পা নিয়ে নাটক করছেন।
ব্যান্ডেজ বাঁধা পায়ের উপর পা তুলে দিয়ে নাচাচ্ছেন।
তাতে তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।’
আনন্দবাজার পত্রিকা জানায়, চাঁপদানির গুমোডাঙ্গায় ওই সভায় বিধানসভার বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান, শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।