করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিনটি মঙ্গলবার চলছে একেবারে ঢিলেঢালাভাবে। গণপরিবহন না থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা।
রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকলেও খ্যাপে যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকরা।
লকডাউন না কঠোর বিধি-নিষেধ? নগরীর এমন দৃশ্যকে কী বলা যায়? শঙ্কায় পড়তে পারেন যে কেউ।
অন্য স্বাভাবিক দিনের মতোই সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলাচল করেছে সব ধরণের যানবাহন। বন্ধ কেবল গণপরিবহন।
এদিকে অভিযান-জরিমানা আদায় করেও বন্ধ করা যাচ্ছে না অপ্রয়োজনে বাড়ির বাইরে মানুষের চলাফেরা।
এজন্য তাদের অজুহাতেরও শেষ নেই।
একজন পথচারী বলেন, গতকালকে বাসায় যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আজ দেখছি গাড়ি চলছে তাই আমি রওনা দিয়েছি।
মাস্ক পরেননি কেন? এমন প্রশ্নের জাবাবে ওই পথচারী বলেন, মাস্ক আনতে আমার মনে ছিল না, এটা আমার গাফিলতি।