যশ-নুসরাত। টলিপাড়ার আলোচিত জুটি।
রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও এ জুটিকে নিয়ে বেশ আলোচনা। নির্বাচনের মাঠেও আলোচনার কেন্দ্র বিন্দুতে যশ-নুসরাত।
দুজন দুই দলের হলেও তাদের বন্ধুত্ব সেই আগের জায়গায় আছে।
এবার নির্বাচনের বিরোধিতা ভুলে ডিনার ডেটে অংশ নিয়েছন বিজেপির যশ দাশগুপ্ত এবং তৃণমূলের নুসরাত জাহান।
রোববার রাতে দুজনের ইনস্টাগ্রামে দেখা গেল সেই ছবি।
একই ছবি শেয়ার করেছেন তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে।
ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘টেবিলে আমার ফেবারিট খাবার।
আর সঙ্গে ফেবারিট যশ দাশগুপ্ত।’ সে পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যশ। লিখেছেন, ‘তোমার তৃপ্তি আমি খুবই গুরুত্ব দিয়ে দেখছি।’
ভোটের আগে নুসরাতের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল।
তার জন্য যশ দাশগুপ্তকে দায়ী করেছেন টলিউডের একাংশ।
যদিও বিবাহচ্ছেদ নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি নুসরাত।