করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার ক্যাটরিনা নিজেই করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছেন ক্যাটরিনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তৎক্ষণিকভাবে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই থাকছি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি’।
তিনি লিখেছেন, ‘যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরাও শীঘ্রই পরীক্ষা করান। আপনাদের ভালবাসা পেয়ে এবং আপনারা যে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে সকলে সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন’।