ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের শিকার পাকিস্তানের মানুষ।
দেশটির মোট আয়ের অর্ধেক চলে যাচ্ছে ২০ শতাংশ মানুষের কাছে।
পাকিস্তানের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের আওতায় আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় এ তথ্য তুলে ধরা হয়।
জানা যায়, জাতিসংঘের উন্নয়ন সংস্থা- ইউএনডিপি এর পাকিস্তান প্রতিনিধি নাট অসটবি সেখানে উপস্থিত ছিলেন।
সেখানে তিনি পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করেছেন।
যদি দ্রুত এ বিষয়ে সরকার ও নীতিনির্ধারকরা ব্যবস্থা না নেন তাহলে অবস্থা আরও বেগতিক হবে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, টেকশই উন্নতি তখনি সম্ভব যখন মানুষের আয় ও সামাজিক গতিশীলতা তাল মিলে চলে।
কিন্তু পাকিস্তানে এর কোনো উপস্থিতি আছে বলে মনে হয় না।
কারণ দেশটির মোট আয়ের অর্ধেক চলে যাচ্ছে ২০ শতাংশ মানুষের পকেটে। সিংহভাগ জনগণই এর থেকে বঞ্চিত হচ্ছে।
পাকিস্তান সরকারের উচিত দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।