শিশুদের রক্ত জমাটের শঙ্কায় ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

প্রাপ্ত বয়স্কদের শরীরে রক্ত জমাটের যে কথা শোনা যাচ্ছে, সেটিকে আমলে নিয়ে ব্রিটেনে শিশুদের ওপর ভ্যাকসিন ট্রায়াল স্থগিত করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসার অ্যান্ড্রু পোলার্ড বিবিসিকে বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে কোনো ভয় নিয়ে, তবু আমাদের বিজ্ঞানীরা একটু অপেক্ষা করে দেখছেন।’

এই ট্রায়ালের জন্য এখন পর্যন্ত ৩০০ স্বেচ্ছাসেবীর অভিভাবক স্বাক্ষর করেছেন।

ব্রিটেনে টিকা সংক্রান্ত বিষয়ের নিয়ন্ত্রক (এমএইচআরএ) সারা বিশ্বে দেওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকার তথ্য বিশ্লেষণ করছে। এমএইচআরএ জানিয়েছিল, ব্রিটেনে দেওয়া ১ কোটি ৮০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজের মধ্যে ৩০টি ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে ৭টি ঘটনা ভয়াবহ হয়েছিল।

মঙ্গলবার এমএইচআরএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার সময় আসেনি। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।’ ট্রায়াল বন্ধ হলেও শিশু এবং তাদের বাবা-মাকে নির্ধারিত সূচি অনুসারে ট্রায়ালের জায়গায় যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিকা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা জানানোর অনুরোধও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অক্সফোর্ড বিবৃতিতে বলেছে, ‘পেডিয়াট্রিক ক্লিনিক্যাল ট্রায়ালের সুরক্ষা নিয়ে কোনো উদ্বেগ নেই, তবু আমরা ব্রিটেনের নিয়ন্ত্রকদের থেকে অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রায়ালে টিকা দেয়ার আগে রক্ত জমাটের সমস্যা সংক্রান্ত বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.