ভারতে করোনাভাইরাস শনাক্তে নতুন রেকর্ড

প্রথমবারের মতো ভারতে এক দিনে করোনায় আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনের হিসাবে দেশটিতে রেকর্ড।
এর আগে রোববার দেশটিতে শনাক্তের পরিমাণ লাখ ছাড়িয়েছিল।

দেশে তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লাখ ছাড়ানোর পর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে এটি ‘ভয়াবহ আকার’ ধারণ করতে পারে বলে পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার দেশটির রাজধানী দিল্লিতে নতুন করে ৫ হাজার ১০০ জন শনাক্ত হয়েছে, যা একদিনের হিসাবে সর্বোচ্চ।
চলমান করোনা প্রাদুর্ভাবের কারণে জারি করা রাত্রিকালীন কারফিউ আরোপের মধ্যে নতুন করে এ পরিমাণ শনাক্ত হলো।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেখানে এই কারফিউ কার্যকর থাকবে বলে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.