রমজান জুড়ে উপস্থাপনায় সোনিয়া

Sonia20160607082806মডেল-অভিনেত্রী সোনিয়া হোসেনকে রমজান মাস উপলক্ষে ‘শপ অ্যান্ড ক্লিক উইথ সোনিয়া’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে। রমজান মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।

প্রথম পর্ব প্রচার হবে আজ মঙ্গলবার (৭ জুন)। এতে ৩০দিন ৩০ জন তারকা উপস্থিত থাকবেন। সোনিয়ার উপস্থাপনার মধ্যদিয়ে নানা বিষয় উঠে আসবে অনুষ্ঠানটিতে। দেখা যাবে তারকাদের কেনাকাটাসহ ঈদ উদযাপনের বিভিন্ন দিক।

এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘বিশেষভাবে কৃতজ্ঞ জিটিভি কর্তৃপক্ষের প্রতি। সেইসঙ্গে দর্শকদের কাছেও। কারণ তারা আমার উপস্থাপনা পছন্দ করেছেন বলে জিটিভি কর্তৃপক্ষ আমাকে এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করেছি অনুষ্ঠানটি ভালোভাবে দর্শকের সামনে তুলে ধরতে। আশা করি সবার কাছে ভালো লাগবে অনুষ্ঠানটি।’

এদিকে, সোনিয়া আগামী ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন। উড়াল প্রেম, ডুব সাঁতার ছাড়াও আরো কয়েকটি নাটকের কাজ চলছে। একইসঙ্গে তার হাতে রয়েছে ‘যাযাবর’ নামের একটি চলচ্চিত্র। যেটি নির্মাণাধীন রয়েছে বলে জাগোনিউজকে জানান সোনিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.