ভারতে শতাধিক চুরির পর ধরা পড়েছে চার ‘বাংলাদেশি’

ভারতের বিভিন্ন জায়গায় বহুদিন ধরে শতাধিক চুরি করার পর সম্প্রতি ধরা পড়েছেন সন্দেহভাজন চার ব্যক্তি।
তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন রফিক লস্কর (৩৩), মোহাম্মদ সেলিম (২৬), আজিজুল রেহমান (২৫) এবং মোহাম্মদ রাজ্জাক (৩৬)।
তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন এবং উপার্জনের সহজ মাধ্যম হিসেবে অপরাধের পথ বেছে নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

নয়াদিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভারতজুড়ে শতাধিক চুরির কথা স্বীকার করেছেন।
ফরিদাবাদ, যোধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে, মুম্বাইয়ের মতো শহরগুলোতে চুরি করেছেন এই চারজন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.