কাতারে করোনায় এক দিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

কাতারে এক দিনে করোনাভাইরাসে প্রথমবারের মতো রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে।
বুধবার নতুন করে দেশটিতে আক্রান্ত হন আরও ৯৪০ জন।
এছাড়াও এই সময়ে মহামারি থেকে ৫২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।
এ অবস্থায় প্রবাসীদের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে।
দেশটিতে বুধবার এক দিনেই রেকর্ড ৯৪০ জন শনাক্ত হয়েছেন।
সেই সঙ্গে প্রথমবারের মতো একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের।

সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন তা সঠিকভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.