পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত ৬ লাখ ছাড়াল

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন-২০২১।
ভোটের মৌসুমে ধীরে ধীরে খারাপ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৯০ জন।
এ নিয়ে রাজ্যে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২৪ জন।
এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৩ জনে।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন।
তাদের মধ্যে কলকাতায় ৭২২ জন।
অর্থাৎ সংক্রমণের দিক থেকে এই জেলায় প্রথম।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।
সেখানে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪৮ জন।
তৃতীয় স্থানে হাওড়া ২২৪ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা ১২২ জন।
এখন পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ জনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.