২৫ কোটি টাকার বিনিময়ে নির্বাচনী প্রচার বন্ধের প্রস্তাব বিজেপির!
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার নতুন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নানাভাবে নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার চতুর্থ দফার ভোট প্রচারের শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলছে, এই নে টাকাটা নিয়ে নে, প্রচারে নামবি না। ২৫ কোটি টাকা নে। আবার শুনছি তৃণমূল প্রার্থীদেরও বলছে, তোমাদের টাকা লাগবে? নিয়ে নাও পরে শোধ দিয়ে দিও। মানে পরে ওদের সঙ্গে যেও। টাকা দিয়ে গদ্দারদের কিনে নিচ্ছে বিজেপি।
মমতা বলেন, ‘সব হোটেলে ভর্তি ভর্তি টাকা। সব্বাইকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। অনেক রাজনৈতিক নেতাকে টাকায় কিনেছে। এতো সব টাকায় বিক্রি হয়েছে, গাদ্দাররা। কটা নাম বলবো, অনেক গাদ্দার– মীরজাফর বিক্রি হয়েছে টাকায়।’
সুত্রঃ যুগান্তর