সম্প্রতি ভারতে করোনায় সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটিতে আবারও লকডাউন ঘোষণার ব্যাপারে জল্পনা-কল্পনা চলছিল।
তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের সম্ভাবনা নাকচ করে দিয়ে জানিয়েছেন, তিনি ‘করোনা কারফিউ’ জারির পক্ষে।
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি বলেছেন, ‘ক্ষুদ্র কন্টেইনমেন জোনগুলির ওপর আমাদের জোর দেওয়া উচিত, এগুলোর ওপর আমাদের সর্বোচ্চ নজরদারি করতে হবে।’
বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৬ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারি শুরুর পর এক দিনে সংক্রমণের এটি সর্বোচ্চ রেকর্ড।