আফ্রিকান ইউনিয়ন ভারতের অক্সফোর্ডের টিকা বর্জন করেছে

অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে সাম্প্রতিক সময়ে সারাবিশ্বের নেতিবাচক প্রভাবের কারণে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ভারতের অক্সফোর্ডের টিকা বর্জন করেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (এসিডিসি) থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জানা যায়, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা না কেনার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করছে।

মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের টিকা নিবে আফ্রিকান ইউনিয়ন। যার পরিমাণ ২২০ মিলিয়ন ডোজ। সে কারণে তারা অক্সফোর্ডের টিকার ডোজ আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এসিডিসি’র ডিরেক্টর জন এনকেনগাসন এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে বলেছেন, ‘আমরা কোভ্যাক্সে সঙ্গে কাজ করছি। কোভ্যাক্সের মাধ্যমেই আমরা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশের জন্য জনসন অ্যান্ড জনসনের ২২০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনতে যাচ্ছি।

সে কারণে ভারতের সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের উৎপাদিত টিকার আর কোনো ডোজ আমদানি করবো না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.