মহামারি করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।
দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।
শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এই সংখ্যাটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।