করোনাভাইরাসে আক্রান্তের শ্রেণিভিত্তিক পরিসংখ্যান নেই এখনো।
তবে রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রায় তিন হাজার ছোট-বড় বস্তিবাসীর আক্রান্ত বা মৃত্যুর খবর মেলেনি তেমন একটা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই শ্রেণি যে ঢালাওভাবে আক্রান্ত হচ্ছে না, তা বলাই যায়।
বিষয়টি নজরে আছে জানিয়ে আইইডিসিআর বলছে, এ নিয়ে গবেষণা চলছে।
নিম্ন আয়ের মানুষের অনেকে মনে করেন করোনা ধনীদের রোগ, কেউ দেন সৃষ্টিকর্তার দোহাই।
অনেকে আবার জ্বর সর্দিতে নিজেরা ওষুধ-পথ্য খেয়েই সুস্থ হয়েছেন।
সর্বোচ্চ কোভিড ঝুঁকির নগরীর বাসিন্দাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বা বার বার হাত ধোয়ার বালাই নেই।
রাজধানীর কড়াইল, টিএনটি, তেজগাঁও থেকে শুরু করে সব বস্তিতেই বাসিন্দাদের দাবি, এখন পর্যন্ত আক্রান্ত হননি একজনও।
একজন বলেন, কড়াইলে একজনও করোনা রোগী পাওয়া যায়নি। সবাই সুস্থ।